مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2049 - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَقِيلِ بْنِ طَلْحَةَ، قَالَ : سَمِعْتُ أَبَا الْخَصِيبِ، يَقُولُ : كُنْتُ قَاعِدًا، فَجَاءَ ابْنُ عُمَرَ، فَقَامَ رَجُلٌ مِنْ مَقْعَدِهِ، فَأَبَى ابْنُ عُمَرَ أَنْ يَقْعُدَ فِيهِ، فَجَعَلَ الرَّجُلُ، يَقُولُ : مَا عَلَيْكَ أَنْ تَقْعُدَ، مَا عَلَيْكَ أَنْ تَقْعُدَ، فَقَالَ ابْنُ عُمَرَ : ` مَا كُنْتُ لأَقْعُدَ فِي مَجْلِسِكَ، وَلا مَجْلِسِ غَيْرِكَ بَعْدَ مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَاءَ رَجُلٌ، فَقَامَ لَهُ رَجُلٌ مِنْ مَجْلِسِهِ، فَأَرَادَ أَنْ يَقْعُدَ فِيهِ، فَنَهَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ ` *
অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
(আবু আল-খাসিব বলেন) আমি বসে ছিলাম। এমন সময় ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আসলেন। তখন এক ব্যক্তি তাঁর জন্য নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। কিন্তু ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেখানে বসতে অস্বীকার করলেন। লোকটি বারবার বলতে লাগল, "আপনার বসতে অসুবিধা কী? আপনার বসতে অসুবিধা কী?"
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "আমি আপনার আসনেও বসব না, অন্য কারো আসনেই বসব না। কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি: একবার এক ব্যক্তি আসলেন এবং অপর এক ব্যক্তি তাঁর জন্য নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। আগত লোকটি সেই আসনে বসতে চাইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তা করতে নিষেধ করলেন।"