الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (2057)


2057 - حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، وَشَيْبَانُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ لِرَجُلٍ : أَمَّا قَوْلُكَ الَّذِي سَأَلْتَنِي عَنْهُ : ` أَشْهِدَ عُثْمَانُ بَدْرًا ؟ فَإِنَّهُ شُغِلَ بِابْنَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَضَرَبَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَهْمِهِ، وَأَمَّا بَيْعَةُ الرِّضْوَانِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ إِلَى أَهْلِ مَكَّةَ، وَلَوْ أَنَّ أَحَدًا أَوْثَقُ فِي نَفْسِهِ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ، وَكَانَتِ الْبَيْعَةُ وَعُثْمَانُ غَائِبٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَدِي هَذِهِ لِعُثْمَانَ، فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الأُخْرَى، وَأَمَّا تَوَلِّيهِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ، فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ عَفَا عَنْهُ، اذْهَبْ بِهَذَا مَعَكَ ` *




অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি (ইবনু উমর) এক ব্যক্তিকে বললেন: তুমি আমাকে যে প্রশ্ন করেছো, অর্থাৎ তোমার প্রশ্ন ‘উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন?’ এর উত্তর হলো: তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে (রোগের কারণে) সেবার কাজে ব্যস্ত ছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য (বদরের) গনীমতের অংশ বরাদ্দ করেছিলেন।

আর ‘বাইয়াতুর রিদওয়ান’ (রিদওয়ানের শপথ) সম্পর্কে তোমার প্রশ্নের উত্তর হলো: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে মক্কার অধিবাসীদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন। যদি উসমানের চেয়ে অন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি আস্থাভাজন হতেন, তবে তাকেই তিনি পাঠাতেন। বাইয়াত গ্রহণ যখন হচ্ছিল, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তখন অনুপস্থিত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ‘আমার এই হাত উসমানের জন্য।’ অতঃপর তিনি তাঁর এক হাত অন্য হাতের উপর রাখলেন (অর্থাৎ উসমানের পক্ষে শপথ গ্রহণ করলেন)।

আর যখন দুই দল মুখোমুখি হয়েছিল (উহুদের দিন), সেদিন তাঁর পৃষ্ঠপ্রদর্শন (যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটা) সম্পর্কে তোমার প্রশ্নের উত্তর হলো: আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ তা’আলা অবশ্যই তাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি এই বিষয়গুলো তোমার সাথে নিয়ে যাও।