مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2146 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، عَنْ أُمِّهِ، قَالَتْ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ جَمْرَةِ الْعَقَبَةِ، يَوْمَ النَّحْرِ، وَهُوَ يَقُولُ : ` يَا أَيُّهَا النَّاسُ، لا يَقْتُلُ بَعْضُكُمْ بَعْضًا، وَارْمُوا الْجَمْرَةَ بِمِثْلِ حَصَا الْحَذَفِ `، ثُمَّ رَمَى الْجَمْرَةَ وَلَمْ يَقِفْ عِنْدَهَا فَانْطَلَقَ، زَادَ فِيهِ غَيْرُ جَرِيرٍ، عَنْ يَزِيدَ بِهَذَا الإِسْنَادِ، وَرَجُلٌ يَسْتُرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّاسِ، فَسَأَلْتُ عَنْهُ، فَقِيلَ لِي : هُوَ الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، وَيَقُولُ : ` لا تَزْدَحِمُوا أَيُّهَا النَّاسُ `، وَقَالَ فِيهِ : ثُمَّ اسْتَبْطَنَ الْوَادِي، ثُمَّ رَمَى، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ جَرِيرٍ *
অনুবাদঃ আমি কুরবানীর দিন (নাহরের দিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামরাতুল আকাবার নিকট দেখতে পেলাম। তিনি বলছিলেন: "হে লোক সকল! তোমরা একে অপরকে হত্যা করো না। আর তোমরা শস্যদানা নিক্ষেপের মতো নুড়ি পাথর দিয়ে জামরায় কঙ্কর নিক্ষেপ করো।"
অতঃপর তিনি জামরায় কঙ্কর নিক্ষেপ করলেন এবং সেখানে না থেমে চলে গেলেন।
(বর্ণনাকারী আরও বলেন,) একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের ভিড় থেকে আড়াল করে রেখেছিলেন। আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করলে আমাকে বলা হলো: তিনি হলেন ফাদল ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর তিনি বলছিলেন: "হে লোক সকল! তোমরা ভিড় করো না।"
ওই বর্ণনায় আরও বলা হয়েছে: এরপর তিনি উপত্যকার অভ্যন্তরে প্রবেশ করলেন, অতঃপর কঙ্কর নিক্ষেপ করলেন।