مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
مسند إسحاق بن راهويه (48)
48 - أَخْبَرَنَا النَّضْرُ، نا شُعْبَةُ، نا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` مَنِ اشْتَرَى مُصَرَّاةً، فَإِنْ رَدَّهَا، فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا مِنْ تَمْرٍ ` . ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ : لا سَمْرَاءَ، يَقُولُ : لَيْسَ بُرًّا *
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি দুগ্ধ আটকানো (মুসাররাহ) পশু ক্রয় করে, অতঃপর যদি সে তা ফেরত দেয়, তবে তার সাথে এক সা’ খেজুরও ফেরত দেবে।” এরপর আবূ হুরায়রা বললেন: ‘তা যেন সামরা (উত্তম গম) না হয়।’ তিনি বলেন: অর্থাৎ তা যেন গম বা শস্য না হয়।