الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (124)


124 - أَخْبَرَنَا مُوسَى الْقَارِيُّ، نا الْمُفَضَّلُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ : سَمِعْتُ أَبَا كَثِيرٍ، يَقُولُ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لا يَسْتَامُ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ حَتَّى يَشْتَرِيَ أَوْ يَتْرُكَ، وَلا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَرُدَّ، وَلا تَسَأَلُ الْمَرْأَةُ طَلاقَ أُخْتِهَا لِتُفْرِغَ صَحْفَتَهَا، فَإِنَّ الْمُسْلِمَةَ أُخْتُ الْمُسْلِمَةِ ` *




অনুবাদঃ কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের দর-দামের ওপর দরদাম না করে, যতক্ষণ না সে কিনে নেয় অথবা ছেড়ে দেয়। আর কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের (বাগদান) ওপর প্রস্তাব না দেয়, যতক্ষণ না সে বিবাহ করে অথবা (প্রস্তাব) প্রত্যাখ্যান করে। কোনো নারী যেন নিজের জন্য তার বোনের তালাক না চায়, যাতে সে তার স্থান দখল করতে পারে। কেননা, মুসলিম নারী মুসলিম নারীর বোন।\\r\\n\\r\\n(আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু)