مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
146 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : ` أَوَّلُ زُمْرَةٍ مِنْ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى صُورَةِ أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لا يَبُولُونَ، وَلا يَتَغَوَّطُونَ، وَلا يَتْفُلُونَ، وَلا يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ , وَأَزْوَاجُهُمُ الْحُورُ، وَأَخَلاقُهُمْ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سُتُّونَ ذِرَاعًا ` *
অনুবাদঃ আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আমার উম্মতের প্রথম দলটি যারা জান্নাতে প্রবেশ করবে, তারা পূর্ণিমার রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারায় থাকবে। অতঃপর তাদের পরবর্তী দলটির আকৃতি হবে আকাশের সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্রের মতো। তারা পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না এবং নাক পরিষ্কারও করবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর (মিশক)। তাদের ধুনুচি হবে সুগন্ধি কাঠ (আগর) দ্বারা। তাদের স্ত্রীগণ হবে হুর। আর তাদের সবার স্বভাব-গঠন হবে তাদের আদি পিতা আদম আলাইহিস সালাম-এর আকৃতির ন্যায় এক ব্যক্তির দেহগঠনের উপর— যা হবে ষাট হাত লম্বা।