الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (166)


166 - حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، نا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` إِنَّ اللَّهَ طَيِّبٌ، وَلا يَقْبَلُ إِلا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ فِيمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، قَالَ : يَأَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ سورة المؤمنون آية، إِلَى آخِرِ الآيَةِ، وَقَالَ : يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ سورة البقرة آية، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ وَمَطْعَمُهُ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَقَدْ غُذِّيَ فِي الْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لَهُ ` *




অনুবাদঃ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নিশ্চয়ই আল্লাহ পবিত্র (উত্তম), আর তিনি শুধু পবিত্র (উত্তম) বস্তুই কবুল করেন। আর আল্লাহ তা'আলা মুমিনদেরকে সে বিষয়েই নির্দেশ দিয়েছেন, যে বিষয়ে তিনি রাসূলগণকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন: "হে রাসূলগণ, পবিত্র বস্তুসমূহ থেকে আহার করুন..." (সূরা আল-মুমিনুন)। এবং তিনি আরও বলেছেন: "হে মুমিনগণ! আমরা তোমাদেরকে যে পবিত্র বস্তুসমূহ রিযিক হিসেবে দান করেছি, তা থেকে আহার করো।" (সূরা আল-বাক্বারা)।\\r\\n\\r\\nএরপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে, যার চুলগুলো এলোমেলো ও ধূলি-ধূসরিত। সে আকাশের দিকে দু'হাত প্রসারিত করে (দোয়া করে), অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। তাহলে কীভাবে তার দোয়া কবুল হতে পারে?