مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
مسند إسحاق بن راهويه (170)
170 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` لَوْ أُهْدِيَ إِلَيَّ كُرَاعٌ لَقَبِلْتُ ` . قَالَ جَرِيرٌ : وَأَرَاهُ قَالَ : ` لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ لأَجَبْتُ ` *
অনুবাদঃ আবূ হুরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যদি আমাকে একটি ‘কুরা’ (পশুর পায়ের গোছা) হাদিয়া দেওয়া হয়, তবুও আমি তা গ্রহণ করব।” জারীর বলেন: আমার মনে হয় তিনি বলেছেন: “যদি আমাকে (একটি) ‘যিরা’ (পশুর সামনের বাহু) খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়, তবে আমি তা কবুল করব।”