الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (337)


337 - فَفِي هَذَا بَيَانٌ بَيِّنٌ أَنَّ الْقُرْآنَ خَرَجَ مِنَ الْخَالِقِ لَا مِنَ الْمَخْلُوقِينَ، وَأَنَّهُ كَلَامُ الْخَالِقِ لَا كَلَامَ الْمَخْلُوقِينَ، وَلَوْ كَانَ كَلَامَ الْمَخْلُوقِينَ مِنْهُمْ لَقَدِرَ الْمَخْلُوقُ الْآخَرُ أَنْ يَأْتِيَ بِمِثْلِهِ أَوْ بِأَحْسَنَ مِنْهُ؛ لِأَنَّهُ لَمْ يَتَكَلَّمْ مَخْلُوقٌ بِحَقٍّ وَبَاطِلٍ مِنَ الشِّعْرِ أَوِ الْخُطَبِ أَوِ الْمَوَاعِظِ أَوْ مِنْ كَلَامِ الْحِكْمَةِ أَوْ غَيْرِ ذَلِكَ إِلَّا وَقَدْ أَتَى بِمِثْلِهِ أَوْ بِأَحْسَنَ مِنْهُ نُظَرَاؤُهُ مِمَّنْ هُمْ فِي عَصْرِهِ أَوْ مِنْ بَعْدِهِ، فَهَذَا قَدْ ثَبَّتَ اللَّهُ عَلَيْهِ الشَّهَادَةَ أَنَّهُ لَا يَأْتِي بِمِثْلِهِ جِنٌّ وَلَا إِنْسٌ؛ لِأَنَّهُ مِنْهُ، وَصَدَقَ اللَّهُ وَبَلَّغَ -[186]- رَسُولُهُ، لَمْ يَأْتُوا بِمِثْلِهِ مُنْذُ مِائَتَيْ وَخَمْسِينَ سَنَةً، وَلَا يَأْتُونَ بِمِثْلِهِ إِلَى خَمْسِينَ أَلْفِ سَنَةٍ، فَكَيْفَ يَفْعَلُونَهُ وَقَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَنْ تَفْعَلُوا} [البقرة: 24] ، وَ {لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا} [الإسراء: 88] . فَفِي هَذَا بَيَانٌ بَيِّنٌ أَنَّهُ كَلَامُ الْخَالِقِ نَفْسِهِ، وَأَنَّهُ غَيْرُ مَخْلُوقٍ.




অনুবাদঃ সুতরাং, এর মধ্যে এক সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, কুরআন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, সৃষ্টিকুলের পক্ষ থেকে নয়। আর নিশ্চয়ই এটি সৃষ্টিকর্তার বাণী, সৃষ্টিকুলের বাণী নয়। আর যদি এটি সৃষ্টিকুলের মধ্য থেকে সৃষ্টিকুলেরই বাণী হতো, তাহলে অন্য কোনো সৃষ্টি এর অনুরূপ বা এর চেয়েও উত্তম কিছু নিয়ে আসতে সক্ষম হতো। কারণ, কোনো সৃষ্ট প্রাণীই সত্য বা মিথ্যা—যেমন কবিতা, বক্তৃতা, উপদেশ বা হিকমতের কথা কিংবা অন্য কিছু—এমন কিছু বলেনি, যার অনুরূপ বা তার চেয়ে উত্তম কিছু তার সমসাময়িক বা পরবর্তী লোকেরা নিয়ে আসেনি। সুতরাং, এর (কুরআনের) ওপর আল্লাহ্ তা'আলা এই সাক্ষ্য প্রতিষ্ঠা করেছেন যে, জিন বা মানুষ কেউই এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না; কারণ এটি তাঁরই (আল্লাহর) পক্ষ থেকে। আর আল্লাহ্ সত্য বলেছেন এবং তাঁর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা পৌঁছে দিয়েছেন। তারা আড়াইশো বছর ধরে এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারেনি, আর তারা পঞ্চাশ হাজার বছর পর্যন্তও এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না। সুতরাং, তারা তা কীভাবে করবে, যখন আল্লাহ্ আযযা ওয়া জাল বলেছেন: {তোমরা কক্ষনো তা করতে পারবে না} [সূরা বাকারা: ২৪], এবং {তারা এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়} [সূরা ইসরা: ৮৮]। সুতরাং, এর (এই আলোচনার) মধ্যে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, এটি স্বয়ং সৃষ্টিকর্তারই বাণী, এবং এটি সৃষ্ট নয়।

[নোটঃ AI দ্বারা অনূদিত]