الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (342)


342 - قَالَ أَبُو سَعِيدٍ: فَفِي هَذِهِ الْأَحَادِيثِ بَيَانُ أَنَّ الْقُرْآنَ غَيْرُ مَخْلُوقٍ؛ لِأَنَّهُ لَيْسَ شَيْءٌ مِنَ الْمَخْلُوقِينَ مِنَ التَّفَاوُتِ فِي فَضْلِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ اللَّهِ وَبَيْنَ خَلْقِهِ فِي الْفَضْلِ؛ لِأَنَّ فَضْلَ مَا بَيْنَ الْمَخْلُوقِينَ يُسْتَدْرَكُ، وَلَا يُسْتَدْرَكُ فَضْلُ اللَّهِ عَلَى خَلْقِهِ، وَلَا يُحْصِيهِ أَحَدٌ، وَكَذَلِكَ فَضْلُ كَلَامِهِ عَلَى كَلَامِ الْمَخْلُوقِينَ، وَلَوْ كَانَ كَلَامًا مَخْلُوقًا لَمْ يَكُنْ فَضْلُ مَا بَيْنَهُ وَبَيْنَ سَائِرِ الْكَلَامِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ وَلَا كَعُشْرِ عُشْرِ جُزْءٍ مِنْ أَلْفِ أَلْفِ جُزْءٍ وَلَا قَرِيبًا وَلَا قَرِيبًا، فَافْهَمُوهُ، فَإِنَّهُ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ، فَلَيْسَ كَكَلَامِهِ كَلَامٌ، وَلَنْ يُؤْتَى بِمِثْلِهِ أَبَدًا




অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: সুতরাং এই হাদীসগুলোতে বর্ণনা রয়েছে যে, কুরআন মাখলুক (সৃষ্ট) নয়; কারণ সৃষ্টিকূলের মধ্যে তাদের ফজিলতের ক্ষেত্রে এমন কোনো পার্থক্য নেই, যেমনটি আল্লাহ তাআলা ও তাঁর সৃষ্টির মাঝে ফজিলতের ক্ষেত্রে রয়েছে; কারণ সৃষ্টিকূলের মধ্যকার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা যায়, কিন্তু তাঁর সৃষ্টির ওপর আল্লাহর শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করা যায় না এবং কেউ তা গণনা করতে পারে না। তেমনিভাবে, সৃষ্টিকূলের কথার ওপর তাঁর কালামের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর যদি তা সৃষ্ট কালাম হতো, তবে এর ও অন্যান্য কথার মধ্যকার শ্রেষ্ঠত্ব এমন হতো না যেমন তাঁর সৃষ্টির ওপর আল্লাহর শ্রেষ্ঠত্ব, এমনকি তা এক মিলিয়ন অংশের মধ্যে দশ ভাগের এক ভাগেরও দশ ভাগের এক ভাগ হতো না; কাছাকাছিও না, কাছাকাছিও না। সুতরাং তোমরা এটি বুঝে নাও, নিশ্চয় তাঁর (আল্লাহর) মতো কিছু নেই, অতএব তাঁর কালামের মতো কোনো কালাম নেই, এবং এর অনুরূপ আর কখনো আনা সম্ভব হবে না।

[নোটঃ AI দ্বারা অনূদিত]