الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (373)


373 - وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُعْتَمِرِ، يَقُولُ: سَمِعْتُ زُهَيْرَ بْنَ نُعَيْمٍ، يَقُولُ: سُئِلَ حَمَّادُ بْنُ زَيْدٍ وَأَنَا مَعَهُ، فِي سُوقِ الْبَصْرَةِ عَنْ بِشْرٍ الْمُرَيِّسِيِّ، فَقَالَ: « ذَاكَ كَافِرٌ»




অনুবাদঃ মুহাম্মাদ ইবনুল মু'তামির (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যুহায়র ইবনু নু'আইমকে বলতে শুনেছি, তিনি বলেন, হাম্মাদ ইবনু যায়দ (রাহিমাহুল্লাহ)-কে বাসরার বাজারে বিশর আল-মুর‌রিসী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আর আমি তখন তাঁর সঙ্গেই ছিলাম। তখন তিনি বললেন: "ঐ ব্যক্তি কাফির।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]