الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (392)


392 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ الْمِصْرِيُّ، ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « مَنْ غَيَّرَ دِينَهُ فَاضْرِبُوا عُنُقَهُ» قَالَ مَالِكٌ: مَعْنَى حَدِيثُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا نَرَى وَاللَّهُ أَعْلَمُ، أَنَّهُ مَنْ خَرَجَ مِنَ الْإِسْلَامِ إِلَى غَيْرِهِ، مِثْلُ الزَّنَادِقَةِ وَأَشْبَاهِهَا، فَإِنَّ أُولَئِكَ يُقْتَلُونَ وَلَا يُسْتَتَابُونَ، لِأَنَّهُ لَا تُعْرَفُ تَوْبَتُهُمْ، وَأَنَّهُمْ قَدْ كَانُوا يُسِرُّونَ الْكُفْرَ وَيُعْلِنُونَ بِالْإِسْلَامِ، فَلَا أُرَى أَنْ يُسْتَتَابَ هَؤُلَاءِ، وَلَا يُقْبَلَ قَوْلُهُمْ، وَأَمَّا مَنْ خَرَجَ مِنَ الْإِسْلَامِ إِلَى غَيْرِهِ وَأَظْهَرَ ذَلِكَ فَإِنَّهُ يُسْتَتَابُ، فَإِنْ تَابَ وَإِلَّا قُتِلَ، وَذَلِكَ أَنَّهُ لَوْ أَنَّ قَوْمًا كَانُوا عَلَى ذَلِكَ، رَأَيْتُ أَنْ يُدْعَوْا إِلَى الْإِسْلَامِ وَيُسْتَتَابُوا، فَإِنْ تَابُوا قُبِلَ ذَلِكَ مِنْهُمْ، وَإِنْ لَمْ يَتُوبُوا قُتِلُوا. قَالَ مَالِكٌ: وَلَمْ يَعْنِ بِهَذَا الْحَدِيثِ مَنْ خَرَجَ مِنَ الْيَهُودِيَّةِ إِلَى النَّصْرَانِيَّةِ، وَلَا مِنَ النَّصْرَانِيَّةِ إِلَى الْيَهُودِيَّةِ، إِنَّمَا عَنَى بِذَلِكَ مَنْ خَرَجَ مِنَ الْإِسْلَامِ إِلَى غَيْرِهِ فِيمَا نُرَى، وَاللَّهُ أَعْلَمُ.




অনুবাদঃ যায়দ ইবনু আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি তার দীন (ধর্ম) পরিবর্তন করে, তোমরা তার গর্দান উড়িয়ে দাও।"

ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই হাদীসের অর্থ হলো—যেমনটি আমরা দেখি এবং আল্লাহই ভালো জানেন—যে ব্যক্তি ইসলাম থেকে অন্য ধর্মে বেরিয়ে যায়, যেমন যিন্দিক (গুপ্ত কাফির) এবং তাদের অনুরূপ ব্যক্তিরা, তাদেরকে হত্যা করা হবে এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না। কেননা তাদের তওবা জানা যায় না, আর তারা তো গোপনে কুফরি পোষণ করত এবং প্রকাশ্যে ইসলাম ঘোষণা করত। তাই আমার মতে, এই ব্যক্তিদের কাছে তওবা চাওয়া যাবে না এবং তাদের কথা গ্রহণ করা হবে না। আর যে ব্যক্তি ইসলাম থেকে অন্য ধর্মে বেরিয়ে যায় এবং তা প্রকাশ করে, তার কাছে তওবা চাওয়া হবে। যদি সে তওবা করে (তবে ক্ষমা পাবে); অন্যথায় তাকে হত্যা করা হবে। এর কারণ হলো: যদি কোনো সম্প্রদায় এর (ইসলাম থেকে অন্য ধর্মে চলে যাওয়ার) ওপর থাকে, আমার মত হলো যে, তাদের ইসলামের দিকে আহ্বান করা হবে এবং তাদের কাছে তওবা চাওয়া হবে। যদি তারা তওবা করে, তবে তাদের তওবা কবুল করা হবে। আর যদি তারা তওবা না করে, তবে তাদের হত্যা করা হবে।

ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: এই হাদীসের দ্বারা এমন ব্যক্তিকে বোঝানো হয়নি যে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে বেরিয়ে যায়, অথবা খ্রিস্টান ধর্ম থেকে ইহুদি ধর্মে বেরিয়ে যায়। বরং আমাদের মতে, এর দ্বারা সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যে ইসলাম থেকে অন্য ধর্মে বেরিয়ে যায়। আল্লাহই ভালো জানেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]