الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (42)


42 - وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، ثنا بِشْرُ بْنُ نُمَيْرٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ الْخَلْقَ، وَقَضَى الْقَضِيَّةَ، وَأَخَذَ مِيثَاقَ النَّبِيِّينَ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ، وَأَخَذَ أَهْلَ الْيَمِينِ بِيَمِينِهِ، وَأَخَذَ أَهْلَ الشِّمَالِ بِيَدِهِ الْأُخْرَى، وَكِلْتَا يَدَيِ الرَّحْمَنِ يَمِينٌ، ثُمَّ قَالَ: يَا أَصْحَابَ الْيَمِينِ قَالُوا: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، قَالَ: أَلَسْتُ بِرَبِّكُمْ؟ قَالُوا: بَلَى، ثُمَّ قَالَ: يَا أَصْحَابَ الشِّمَالِ قَالُوا: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، قَالَ: أَلَسْتُ بِرَبِّكُمْ؟ قَالُوا: بَلَى، قَالَ: فَخَلَطَ بَعْضَهُمْ بِبَعْضٍ، فَقَالَ قَائِلٌ: رَبِّ لِمَ خَلَطْتَ بَيْنَنَا؟ قَالَ: {لَهُمْ أَعْمَالٌ مِنْ دُونِ} [المؤمنون: 63] ذَلِكَ هُمْ لَهَا عَامِلُونَ. وَقَوْلُهُ {إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ} [الأعراف: 172] . ثُمَّ رَدَّهُمْ فِي صُلْبِ آدَمَ "
قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « خَلَقَ اللَّهُ الْخَلْقَ، وَقَضَى الْقَضِيَّةَ، وَأَخَذَ مِيثَاقَ النَّبِيِّينَ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ، وَأَهْلُ الْجَنَّةِ أَهْلُهَا، وَأَهْلُ النَّارِ أَهْلُهَا» . قَالَ: فَقَالَ قَائِلٌ: يَا نَبِيَّ اللَّهِ فَفِيمَ الْعَمَلُ؟ قَالَ: «أَنْ يَعْمَلَ كُلُّ قَوْمٍ لِمَنْزِلَتِهِمْ» ، فَقَالَ عُمَرُ: إِذًا نَجْتَهِدُ
قَالَ: وَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْأَعْمَالِ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الْأَعْمَالَ، أَشَيْءٌ يُؤْتَنَفُ؟، أَوْ فُرِغَ مِنْهَا؟ قَالَ: « بَلْ فُرِغَ مِنْهَا»




অনুবাদঃ আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করলেন এবং (তাদের) ভাগ্য স্থির করলেন, এবং নবীদের থেকে অঙ্গীকার নিলেন, আর তাঁর আরশ ছিল পানির উপরে। এবং তিনি ডানদিকের অধিবাসীদেরকে নিজের ডান হাতে নিলেন, আর বামদিকের অধিবাসীদেরকে অন্য হাতে নিলেন, আর (যদিও) দয়াময়ের উভয় হাতই ডান। অতঃপর তিনি বললেন: 'হে ডানদিকের সাথীরা!' তারা বলল: 'আমরা হাজির, হে আমাদের রব, আমরা আপনার আনুগত্যে প্রস্তুত।' তিনি বললেন: 'আমি কি তোমাদের রব নই?' তারা বলল: 'অবশ্যই।' অতঃপর তিনি বললেন: 'হে বামদিকের সাথীরা!' তারা বলল: 'আমরা হাজির, হে আমাদের রব, আমরা আপনার আনুগত্যে প্রস্তুত।' তিনি বললেন: 'আমি কি তোমাদের রব নই?' তারা বলল: 'অবশ্যই।' তিনি বললেন: অতঃপর তিনি তাদের কিছু অংশকে অপর কিছু অংশের সাথে মিশিয়ে দিলেন। তখন একজন প্রশ্নকারী বলল: 'হে আমার রব, আপনি কেন আমাদের মাঝে মিশ্রণ ঘটালেন?' তিনি বললেন: {তাদের জন্য এই কাজের (জান্নাত বা জাহান্নামের আমলের) চেয়েও কম কিছু কাজ রয়েছে,} তারা তা করবে। আর তাঁর (আল্লাহর) বাণী: {নিশ্চয়ই আমরা এ বিষয়ে উদাসীন ছিলাম।} অতঃপর তিনি তাদের (সকলকে) আদম (আঃ)-এর মেরুদণ্ডে ফিরিয়ে দিলেন।"

তিনি (আবু উমামা বা বর্ণনাকারী) বলেন: এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করলেন এবং (তাদের) ভাগ্য স্থির করলেন, এবং নবীদের থেকে অঙ্গীকার নিলেন, আর তাঁর আরশ ছিল পানির উপরে। আর জান্নাতের অধিবাসীরা তার (জান্নাতের) উপযুক্ত, আর জাহান্নামের অধিবাসীরা তার (জাহান্নামের) উপযুক্ত।" বর্ণনাকারী বলেন: তখন একজন প্রশ্নকারী বলল: "হে আল্লাহর নবী! তাহলে আমল কিসের জন্য?" তিনি বললেন: "প্রত্যেক দল যেন তাদের নির্ধারিত স্থানের জন্য কাজ করে।" তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তাহলে আমরা (কাজ করতে) কঠোর চেষ্টা করব।"

বর্ণনাকারী বলেন: আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন বলা হলো: "হে আল্লাহর রাসূল! আপনি আমল সম্পর্কে বলুন, তা কি নতুনভাবে শুরু করা হবে? নাকি তা শেষ হয়ে গেছে (পূর্বেই নির্ধারিত)?" তিনি বললেন: "বরং তা শেষ হয়ে গেছে (নির্ধারিত হয়ে গেছে)।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]