الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (1)


1 - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَرَأَيْتَ إِنْ غَمَسْتُ يَدَيَّ فِي كِظَامَةٍ غَمْسًا قَالَ: «حَسْبُكَ، وَالرِّجْلُ كَذَلِكَ وَلَكِنْ أَنْقِهَا»




অনুবাদঃ ইবনু জুরাইজ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আতা’কে জিজ্ঞেস করলাম: আপনার কী অভিমত, যদি আমি কিযামাহ (পানির চৌবাচ্চা বা পাত্র)-এ আমার দু’হাত শুধু একবার ডুবিয়ে দিই? তিনি বললেন: “তোমার জন্য এটাই যথেষ্ট। আর পা-ও অনুরূপ (ডুবানো যথেষ্ট), তবে সেটিকে উত্তমরূপে পরিষ্কার করো।”