الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (28)


28 - عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ قَالَ: «كُنَّا نُوَضِّئُ ابْنَ عُمَرَ وَهُوَ مَرِيضٌ فَيَأْمُرُنَا أَنْ نَمْسَحَ بِأُذُنَيْهِ عَلَى مَا كَانَ يَمْسَحُ». قَالَ: وَأَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ نَافِعٍ قَالَ: فَنَسِينَا مَرَّةً أَنْ نَمْسَحَ بِأُذُنَيْهِ فَجَعَلَ يُدْنِي يَدَيْهِ إِلَى أُذُنَيْهِ فَلَا يُطِيقُ أَنْ يَبْلُغَ أُذُنَيْهِ، وَلَا نَدْرِي مَا يُرِيدُ، حَتَّى انْتَبَهْنَا بَعْدُ فَمَسَحْنَاهُمَا فَسَكَنَ




অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমরা ইবনে উমরকে (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ওযু করিয়ে দিতাম যখন তিনি অসুস্থ ছিলেন। তখন তিনি আমাদের আদেশ করতেন, যেভাবে তিনি (সুস্থ অবস্থায়) মাসেহ করতেন, সেভাবে তাঁর কানদ্বয় মাসেহ করে দিতে। নাফি’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: একবার আমরা তাঁর কানদ্বয় মাসেহ করতে ভুলে গেলাম। তখন তিনি তাঁর হাত কানদ্বয়ের দিকে সরাতে লাগলেন কিন্তু কানদ্বয় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হচ্ছিলেন না। আমরা বুঝতে পারছিলাম না তিনি কী চান। পরে আমরা বিষয়টি বুঝতে পারলাম এবং তাঁর কানদ্বয় মাসেহ করলাম। এতে তিনি শান্ত হলেন।