الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (41)


41 - عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ: «إِنْ نَسِيتَ الْمَسْحَ بِالرَّأْسِ فَصَلَّيْتَ ثُمَّ ذَكَرْتَ فَامْسَحْ بِرَأْسِكَ، وَأَعِدِ الصَّلَاةَ» قَالَ: وَبَلَغَنِي عَنْهُ وَلَا أَدْرِي أَنَّهُ قَدْ سَمِعْتُهُ يَقُولُ: «إِنْ كَانَ فِي لِحْيَتِكَ بَلَلٌ فَامْسَحْ مِنْهَا»




অনুবাদঃ আতা থেকে বর্ণিত, তিনি বলেন: যদি তুমি মাথার মাসাহ্ (মাথা মোছা) করতে ভুলে যাও, এবং সালাত আদায় করে ফেলো, অতঃপর তোমার মনে পড়ে, তাহলে তুমি তোমার মাথা মাসাহ্ করে নাও, এবং সালাত পুনরায় আদায় করো। বর্ণনাকারী (ইবনু জুরাইজ) বলেন: এবং তার (আতা’র) পক্ষ থেকে আমার কাছে এ কথাও পৌঁছেছে—তবে আমি নিশ্চিত নই যে আমি তাকে তা বলতে শুনেছি কিনা—যে তিনি বলেছেন: “যদি তোমার দাড়িতে আর্দ্রতা (ভিজে ভাব) থাকে, তবে তা দিয়েই (মাথার উপর) মাসাহ্ করে নাও।”