مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (44)
44 - عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ فِي رَجُلٍ نَسِيَ أَنْ يَسْتَنْشِقَ، أَوْ يَمْسَحَ بِأُذُنَيْهِ، أَوْ يَتَمَضْمَضَ حَتَّى دَخَلَ فِي الصَّلَاةِ، ثُمَّ ذَكَرَ فَإِنَّهُ لَا يَنْصَرِفُ لِذَلِكَ؟ قَالَ: «فَإِنْ كَانَ نَسِيَ أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ فَذَكَرَ وَهُوَ فِي الصَّلَاةِ، فَإِنَّهُ يَنْصَرِفُ وَمَسَحَ بِرَأْسِهِ»
অনুবাদঃ কাতাদাহ থেকে বর্ণিত, সেই ব্যক্তি সম্পর্কে, যে নাকে পানি দেওয়া, অথবা কান মাসাহ করা, অথবা কুলি করা ভুলে গিয়েছে, এমনকি সে সালাতে প্রবেশ করেছে। এরপর তার মনে পড়লে, (জিজ্ঞেস করা হলো:) এই কারণে কি সে সালাত ছেড়ে দেবে না? তিনি বললেন: "কিন্তু যদি সে মাথা মাসাহ করতে ভুলে গিয়ে থাকে এবং সালাতের মধ্যে থাকা অবস্থায় তার মনে পড়ে, তবে সে সালাত ছেড়ে দেবে এবং তার মাথা মাসাহ করবে।"