مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
65 - عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «غَسَلَ قَدَمَيْهِ ثَلَاثًا ثَلَاثًا». ثُمَّ قَالَتْ لَنَا: إِنَّ ابْنَ عَبَّاسٍ قَدْ دَخَلَ عَلَيَّ فَسَأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ فَأَخْبَرْتُهُ فَقَالَ: يَأْبَى النَّاسُ إِلَّا الْغَسْلَ وَنَجِدُ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى الْمَسْحَ - يَعْنِي الْقَدَمَيْنِ -
অনুবাদঃ আর-রুবায়্যি‘ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর দুই পা তিনবার তিনবার করে ধৌত করতেন। এরপর তিনি (আর-রুবায়্যি‘) আমাদের বললেন: ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমার কাছে এসেছিলেন এবং আমাকে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাঁকে তা জানালাম। তখন তিনি (ইবনু আব্বাস) বললেন: লোকেরা ধৌত করা ছাড়া অন্য কিছু মানতেই চায় না, অথচ আমরা আল্লাহর কিতাবে পা মাসেহ করার কথা পাই— অর্থাৎ দুই পা।