مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (73)
73 - عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ فِي تَوَضُّئِهِ يُنَقِّي رِجْلَيْهِ، وَيُنَظِّفُ أَصَابِعَ يَدَيْهِ مَعَ أَصَابِعِ رِجْلَيْهِ، وَيُتْبِعُ ذَلِكَ حَتَّى يُنَقِّيَهُ "
অনুবাদঃ আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন উযূ করতেন, তখন তিনি তাঁর উভয় পা ভালোভাবে পরিষ্কার করতেন, এবং হাতের আঙ্গুলগুলোর সাথে পায়ের আঙ্গুলগুলোও পরিষ্কার করতেন (খেলাল করতেন)। আর তিনি তা চালিয়ে যেতেন যতক্ষণ না সেগুলো সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন হতো।