مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (83)
83 - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَرَأَيْتَ إِنْ تَوَضَّأَ إِنْسَانٌ فَوَطِئَ عَلَى خِرَاءٍ عَلَيْهِ وُضُوءٌ؟ قَالَ: «لَا، وَلَكِنْ لِيَغْسِلْ عَنْهُ الْخِرَاءَ فَلْيُنَقِّهِ» قَالَ: وَأَقُولُ أَنَا: " فَخُذْ بِهَذَا، وَإِنْ وَطِئَ رَوْثًا دَلَكَ رِجْلَيْهِ بِالْأَرْضِ - أَوْ قَالَ: بِالتُّرَابِ - ".
অনুবাদঃ ইবনু জুরাইজ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আত্বা’কে জিজ্ঞাসা করলাম, ’যদি কোনো ব্যক্তি ওযু করে এবং এরপর সে বিষ্ঠার উপর পা রাখে, তাহলে কি তার ওযু নষ্ট হয়ে যাবে?’ তিনি বললেন: ’না, বরং সে যেন সেই বিষ্ঠা ধুয়ে ফেলে এবং তা পরিষ্কার করে নেয়।’ তিনি (ইবনু জুরাইজ) বললেন: আমি আরও বলি, ’তুমি এটি গ্রহণ করো। আর যদি সে গোবরের উপর পা রাখে, তবে সে যেন তার পা মাটিতে—অথবা তিনি বললেন: ধুলায়—ঘষে নেয়।’