مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (86)
86 - عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ فِي رَجُلٍ يُصِيبُ جَسَدَهُ الْبَوْلُ أَوِ الدَّمُ وَهُوَ مُتَوَضِّئٌ قَالَ: «يَغْسِلُ أَثَرَ الْبَوْلِ وَالدَّمِ وَلَا يَتَوَضَّأُ»
অনুবাদঃ কাতাদাহ থেকে বর্ণিত, এমন ব্যক্তি সম্পর্কে, যার শরীরে পেশাব অথবা রক্ত লাগে যখন সে উযূ অবস্থায় থাকে, তিনি বলেন: "সে পেশাব ও রক্তের চিহ্ন ধুয়ে ফেলবে, কিন্তু উযূ করবে না।"