مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
92 - عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ قَالَ: خَرَجْنَا يَوْمًا مَعَ ابْنِ الْمُسَيِّبِ إِلَى مَسْجِدٍ وَكَانَتِ الْأَرْضُ مُطِرَتْ فَفِيهَا رَدَغٌ، فَلَمَّا أَتَيْنَا بَابَ الْمَسْجِدِ غَسَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ رِجْلَيْهِ، فَقَالَ لَهُ ابْنُ الْمُسَيِّبِ: «أَمَا كُنْتَ تَوَضَّأْتَ فِي رَحْلِكَ؟» قَالَ: بَلَى، وَلَكِنَّا مَرَرْنَا فِي هَذَا الرَّزَغِ قَالَ: «لَيْسَ عَلَيْكُمْ وُضُوءٌ»
অনুবাদঃ কাতাদাহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা একদিন ইবনুল মুসায়্যিবের সাথে মসজিদের দিকে যাচ্ছিলাম। তখন জমিনে বৃষ্টি হওয়ায় সেখানে কাদা ছিল। যখন আমরা মসজিদের দরজায় পৌঁছলাম, তখন দলের এক ব্যক্তি তার দু’পা ধুয়ে নিলেন। ইবনুল মুসায়্যিব তাকে বললেন: “তুমি কি তোমার নিজ বাসস্থানে ওযু করোনি?” লোকটি বলল: “হ্যাঁ, করেছিলাম। কিন্তু আমরা এই কাদার ওপর দিয়ে হেঁটে এসেছি।” তিনি বললেন: “তোমাদের জন্য (এর কারণে পুনরায়) ওযু করা আবশ্যক নয়।”