الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ
104 - أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْحَسَنِ، قَالَ : ثنا الْفِرْيَابِيُّ، قَالَ : ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ : ثنا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : ` إِنَّ هَذَا الصِّرَاطَ مُحْتَضَرٌ يَحْتَضِرُهُ الشَّيَاطِينُ يُنَادُونَ يَا عَبْدَ اللَّهِ هَلُمَّ هَذَا الصِّرَاطَ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ، فَإِنَّ حَبْلَ اللَّهِ هُوَ كِتَابُ اللَّهِ ` *
অনুবাদঃ আবদুল্লাহ্ (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: নিশ্চয় এই সরল পথটি (সিরাত) শয়তানদের জমায়েতস্থল, যেখানে শয়তানরা ঘাঁটি গেড়ে বসে থাকে। তারা ডাক দিয়ে বলে, ‘হে আল্লাহর বান্দা! এদিকে এসো, এই পথে এসো।’ (তারা এমনটি করে) যেন তারা আল্লাহর পথ থেকে বাধা দিতে পারে। অতএব, তোমরা আল্লাহর রজ্জুকে (হাবলিল্লাহ) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কারণ আল্লাহর রজ্জু হলো তাঁর কিতাব (কুরআন)।