الحديث


الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ





الإبانة الكبرى لابن بطة (1181)


1181 - حَدَّثَنَا أَبُو الْفَضْلِ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْقَافْلائِيُّ، قَالَ : ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ، قَالَ : ثنا الْحَكَمُ بْنُ مُوسَى، قَالَ : ثنا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ : ثنا الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلا سَيُكَلِّمُهُ اللَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ، فَلا يَرَى إِلا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ، فَلا يَرَى إِلا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ، فَلا يَرَى إِلا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ `، وَفِي رِوَايَةٍ زِيَادَةٌ : ` وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ ` *




অনুবাদঃ আদী ইবনু হাতিম (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সাথে আল্লাহ কথা বলবেন না, যখন আল্লাহ ও তার মাঝে কোনো দোভাষী থাকবে না। অতঃপর সে তার ডান দিকে তাকাবে, তখন তার কৃত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সে তার বাম দিকে তাকাবে, তখনও তার কৃত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সে যখন তার সামনের দিকে তাকাবে, তখন তার চেহারার সামনে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো—যদিও তা হয় এক টুকরা খেজুরের বিনিময়ে। (অন্য এক বর্ণনায় অতিরিক্ত এসেছে:) আর যদিও তা হয় একটি ভালো কথার বিনিময়ে।