الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ
1216 - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْقَافْلائِي، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ، قَالَ : ثنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ : ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ : ثنا حَرْمَلَةُ، قَالَ : حَدَّثَنِي أَبُو يُونُسَ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ هَذِهِ الآيَةَ : إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا سورة النساء آية، وَيَضَعُ إِبْهَامَيْهِ عَلَى أُذُنَيْهِ، وَالَّتِي تَلِيهَا عَلَى عَيْنَيْهِ وَيَقُولُ : هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا وَيَضَعُ إِصْبَعَيْهِ ` *
অনুবাদঃ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি তিলাওয়াত করলেন: "নিশ্চয় আল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানতসমূহ সেগুলোর হকদারদের কাছে প্রত্যর্পণ কর। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার-ফায়সালা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয় আল্লাহ্ তোমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, তা কতই না উত্তম! নিশ্চয় আল্লাহ্ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।" (সূরা নিসা, আয়াত: ৫৮)। আর তিনি তাঁর দুই বৃদ্ধাঙ্গুলি তাঁর দুই কানের ওপর রাখলেন এবং তার নিকটবর্তী আঙ্গুলদ্বয় তাঁর দুই চোখের ওপর রাখলেন এবং বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এভাবেই এটি তিলাওয়াত করতে এবং তাঁর আঙ্গুলদ্বয় রাখতে দেখেছি।