الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ
1228 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ : ثنا أَبُو بَكْرٍ السِّجِسْتَانِيُّ، قَالَ : ثنا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحٍ الْبَزَّارُ، قَالَ : ثنا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمِيرَةَ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ : كُنْتُ فِي الْبَطْحَاءِ فِي عُصْبَةٍ فِيهِمْ رَسُولُ اللَّهِ، فَمَرَّتْ بِهِمْ سَحَابَةٌ، فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ، فَقَالَ : ` مَا تُسَمُّونَ هَذِهِ ؟ `، فَقَالُوا : السَّحَابَ، قَالَ : ` وَالْمُزْنَ ؟ `، قَالُوا : وَالْمُزْنَ، قَالَ : ` وَالْعَنَانَ ؟ `، قَالُوا : وَالْعَنَانَ، قَالَ : ` كَيْفَ بُعْدُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ؟ `، قَالُوا : لا نَدْرِي، قَالَ : ` فَإِنَّ بُعْدَ مَا بَيْنَهُمَا إِمَّا وَاحِدَةً `، وَإِمَّا قَالَ : ` ثِنْتَيْنِ أَوْ ثَلاثًا وَسَبْعِينَ سَنَةً، ثُمَّ السَّمَاءُ فَوْقَهَا كَذَلِكَ حَتَّى عَدَّ سَبْعَ سَمَاوَاتٍ، ثُمَّ فَوْقَ السَّمَاءِ السَّابِعَةِ، ثُمَّ بَحْرٌ بَيْنَ أَسْفَلِهِ وَأَعْلاهُ مِثْلُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، ثُمَّ فَوْقَ ذَلِكَ ثَمَانِيَةُ أَوْعَالٍ بَيْنَ أَظْلافِهِمْ وَرُكَبِهِمْ مِثْلُ مَا بَيْنَ سَمَاءٍ إِلَى سَمَاءٍ، ثُمَّ عَلَى ظُهُورِهِمُ الْعَرْشُ بَيْنَ أَسْفَلِهِ وَأَعْلاهُ مِثْلُ مَا بَيْنَ سَمَاءٍ إِلَى سَمَاءٍ، ثُمَّ اللَّهُ تَعَالَى فَوْقَ ذَلِكَ لا تَخْفَى عَلَيْهِ خَافِيَةُ شَيْءٍ فِي الأَرْضِ وَلا فِي السَّمَاءِ ` *
অনুবাদঃ আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন: আমি বাতহা (মক্কার একটি স্থান) নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ একদল লোকের সাথে ছিলাম। অতঃপর তাদের পাশ দিয়ে একটি মেঘমালা অতিক্রম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির দিকে তাকালেন এবং বললেন: 'তোমরা এটাকে কী নামে ডাকো?' তারা বললেন: 'আস-সাহাব (মেঘ)।' তিনি বললেন: 'আল-মুযন?' তারা বললেন: 'আল-মুযন।' তিনি বললেন: 'আল-আনান?' তারা বললেন: 'আল-আনান।' তিনি (সা.) বললেন: 'আসমান ও যমীনের মধ্যে দূরত্ব কতটুকু?' তারা বললেন: 'আমরা জানি না।' তিনি বললেন: 'নিশ্চয়ই তাদের (আসমান ও যমীন) মধ্যবর্তী দূরত্ব হলো, হয়তো এক (বছরের পথ) - অথবা তিনি বললেন: - বাহাত্তর বা তিয়াত্তর বছরের পথ। অতঃপর তার উপরের আসমানও তদ্রূপ,' এমনকি তিনি সাতটি আসমান গণনা করলেন (এবং বললেন যে প্রত্যেক আসমানের মাঝের দূরত্বও অনুরূপ)। 'অতঃপর সপ্তম আসমানের উপরে একটি সমুদ্র রয়েছে, যার নিচের দিক থেকে উপরের দিকের দূরত্ব আসমান ও যমীনের দূরত্বের ন্যায়। অতঃপর তার উপরে রয়েছে আটটি আও'আল (পাহাড়ি ছাগল বা বৃহৎ প্রাণী), তাদের খুর ও হাঁটুর মধ্যবর্তী দূরত্ব এক আসমান থেকে আরেক আসমানের মধ্যবর্তী দূরত্বের ন্যায়। অতঃপর তাদের পিঠের উপর রয়েছে আরশ (আল্লাহর সিংহাসন), যার নিচের দিক থেকে উপরের দিকের দূরত্ব এক আসমান থেকে আরেক আসমানের মধ্যবর্তী দূরত্বের ন্যায়। অতঃপর আল্লাহ তা'আলা এর উপরে রয়েছেন, আসমান বা যমীনের কোনো কিছুই তাঁর কাছে গোপন থাকে না।'