أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
22 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي سَعْدٍ قَالَ : حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ مِهْرَانَ قَالَ : ثنا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ : ` نَظَرْتُ إِلَى الرُّكْنِ حِينَ نَقَضَ ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا الْبَيْتَ، فَإِذَا كُلُّ شَيْءٍ مِنْهُ دَاخِلُ الْبَيْتِ أَبْيَضُ، قَالَ عَتَّابٌ : ثُمَّ وَصَفَهُ لِي خُصَيْفٌ مِثْلَ الْحُوتِ، قَالَ مُجَاهِدٌ : ` إِنَّمَا اسْوَدَّ مَا ظَهَرَ مِنْهُ لأَنَّ الْمُشْرِكِينَ كَانُوا يُلَطِّخُونَهُ بِالدَّمِ فِي الْجَاهِلِيَّةِ، وَأَنَّهُ سَيُرَدُّ إِلَى الْجَنَّةِ، وَأَنَّهُ سَيُجْعَلُ لَهُ لِسَانٌ حَتَّى يَشْهَدَ لِمَنِ اسْتَلَمَهُ لِلَّهِ عَزَّ وَجَلَّ ` *
অনুবাদঃ মুজাহিদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রুকন (হাজারে আসওয়াদ) দেখেছি, যখন ইবনুয যুবাইর (রাদিয়াল্লাহু আনহুমা) কা’বা গৃহ পুনর্নির্মাণ করছিলেন। তখন এর যে অংশটুকু কা’বার অভ্যন্তরে ছিল, তা ছিল সম্পূর্ণ সাদা।
আত্তাব বলেন: এরপর খুসাইফ আমার কাছে এটিকে মাছের মতো বলে বর্ণনা করেছিলেন।
মুজাহিদ (রাহিমাহুল্লাহ) আরও বলেন: এর যে অংশটুকু দৃশ্যমান, তা কেবল এই কারণেই কালো হয়ে গেছে যে, জাহিলিয়্যাতের যুগে মুশরিকরা সেটিকে রক্ত দ্বারা রঞ্জিত করত।
আর নিশ্চয়ই এটি (হাজারে আসওয়াদ) জান্নাতে ফিরিয়ে দেওয়া হবে এবং এর একটি জিহ্বা দেওয়া হবে, যাতে এটি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এটিকে স্পর্শ করে বা চুম্বন করে (ইস্তিলাম করে), তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে।