الحديث


أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী





أخبار مكة للفاكهي (2866)


2866 - حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاءِ , قَالَ : ثنا بِشْرُ بْنُ السَّرِيِّ , قَالَ : ثنا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ , قَالَ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا كَانَ بِالْجِعْرَانَةِ أَوْ بِحُنَيْنٍ رَفَعَ يَدَيْهِ حَتَّى رُئِيَ بَيَاضُ إِبْطَيْهِ وَهُوَ يَقُولُ : ` اللَّهُمَّ اهْدِ قُرَيْشًا فَإِنَّ الْعَالِمَ مِنْهُمْ يُطْبِقُ الأَرْضَ ` *




অনুবাদঃ হাসান ইবনে মুসলিম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জি‘ইররানা অথবা হুনাইন-এর স্থানে ছিলেন, তখন তিনি তাঁর দু’হাত এত উঁচুতে তুললেন যে তাঁর বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। আর তিনি বলছিলেন, “হে আল্লাহ! কুরাইশদেরকে হিদায়াত দান করুন। কারণ তাদের মধ্যেকার একজন জ্ঞানী ব্যক্তি পৃথিবীকে (জ্ঞান দ্বারা) পূর্ণ করে দেবে (বা জ্ঞান দ্বারা পৃথিবীকে আচ্ছাদিত করবে)।”