الحديث


المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী





المعجم الكبير للطبراني (12)


12 - حَدَّثَنَا مُطَّلِبُ بْنُ شُعَيْبٍ الأَزْدِيُّ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلالٍ ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ جَلَسَ مَعَ شُفَيٍّ الأَصْبَحِيِّ ، فَقَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` يَكُونُ بَعْدِي اثْنَا عَشَرَ خَلِيفَةً : أَبُو بَكْرٍ الصِّدِّيقُ لا يَلْبَثُ بَعْدِي إِلا قَلِيلا ، وَصَاحِبُ رَحًى دَارَّةٍ يَعِيشُ حَمِيدًا ، وَيَمُوتُ شَهِيدًا ` ، قِيلَ : مَنْ هُوَ يَا رَسُولَ اللَّهِ ؟ ، قَالَ : ` عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ` ، ثُمَّ الْتَفَتَ إِلَى عُثْمَانَ ، فَقَالَ : ` وَأَنْتَ سَيَسْأَلُكَ النَّاسُ أَنْ تَخْلَعَ قَمِيصًا كَسَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَئِنْ خَلَعْتَهُ ، لا تَدْخُلُ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ ` *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:

"আমার পরে বারোজন খলীফা হবেন। আবু বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমার পরে সামান্য সময় ব্যতীত বেশিদিন অবস্থান করবেন না। আর যাঁকে ঘূর্ণায়মান যাঁতার মালিক বলা হয়, তিনি প্রশংসিত জীবন যাপন করবেন এবং শহীদ হিসেবে মৃত্যুবরণ করবেন।"

জিজ্ঞেস করা হলো: "হে আল্লাহর রাসূল! তিনি কে?"

তিনি বললেন: "তিনি হলেন উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।"

এরপর তিনি উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দিকে ফিরলেন এবং বললেন: "আর (হে উসমান!) মানুষ শীঘ্রই তোমাকে এমন জামা (খেলাফতের পদ) খুলে ফেলতে বলবে, যা আল্লাহ তাআলা তোমাকে পরিধান করিয়েছেন। যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! যদি তুমি তা খুলে ফেলো, তবে উট যেমন সূঁচের ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারে না, তেমনি তুমিও জান্নাতে প্রবেশ করতে পারবে না।"