المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
24 - حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ عَبَّادٍ الْخَطَّابِيُّ الْبَصْريُّ ، ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ ، ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ إِسْمَاعِيلَ ، عَنْ قَيْسٍ ، قَالَ : قَالَ مُعَاوِيَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ : ` دَخَلْتُ مَعَ أَبِي عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَرَأَيْتُ أَسْمَاءَ قَائِمَةً عَلَى رَأْسِهِ بَيْضَاءَ ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَبْيَضَ نَحِيفًا فَحَمَلَنِي وَأَبِي عَلَى فَرَسَيْنِ ، ثُمَّ عُرِضْنَا عَلَيْهِ ، وَأَجَازَنَا ` *
অনুবাদঃ মুয়াবিয়া (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার পিতার সাথে আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলাম। আমি তাঁর মাথার কাছে আসমা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখলাম, যিনি ফর্সা বর্ণের (বা সাদা পোশাক পরা) অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। আর আমি আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখলাম তিনি ফর্সা ও কৃশ দেহের অধিকারী ছিলেন। অতঃপর তিনি আমাকে ও আমার পিতাকে দুটি ঘোড়ায় আরোহণ করালেন (অর্থাৎ ব্যবস্থা করে দিলেন)। এরপর আমাদেরকে তাঁর সামনে পেশ করা হলো, এবং তিনি আমাদেরকে অনুমোদন করলেন।