المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
المعجم الكبير للطبراني (57)
57 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ الضَّبِّيُّ ، ثنا عَمْرُو بْنُ مَرْزُوقٍ ، أنا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ زِرٍّ ، قَالَ : ` كُنْتُ بِالْمَدِينَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ أَعْسَرُ أَيْسَرُ ضَخْمٌ ، إِذْ أَشْرَفَ عَلَى النَّاسِ ، كَأَنَّهُ عَلَى دَابَّةٍ ، فَإِذَا هُوَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ ` *
অনুবাদঃ যির (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদীনায় ছিলাম। হঠাৎ সেখানে একজন পুরুষকে দেখলাম—তিনি ছিলেন শ্যামলা (লালচে-কালো) বর্ণের, ডান ও বাম হাত উভয় ব্যবহারে সমান পারদর্শী এবং বিশাল দেহের অধিকারী। যখন তিনি লোকজনের সামনে দৃশ্যমান হলেন, তখন তাঁকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো বাহনের উপর আরোহী। তখনই (কাছে গিয়ে বুঝলাম) তিনি ছিলেন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।