مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
مسند الشاميين للطبراني (1)
1 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ آدَمَ، ثنا أَبُو عُمَيْرِ بْنُ النَّحَّاسِ ، ثنا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، قَالَ: قَامَ الْوَلِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ فَأَمَرَنِي فَتَكَلَّمْتُ فَلَقِيَنِي عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، فَقَالَ: «يَا إِبْرَاهِيمُ لَقَدْ وَعَظْتَ مَوْعِظَةً وَقَعَتْ مِنَ الْقُلُوبِ»
অনুবাদঃ ইবরাহীম ইবনে আবি ’আবলা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: ওয়ালীদ ইবনে আব্দুল মালিক (খলীফা) দাঁড়ালেন এবং আমাকে (বক্তৃতা দেওয়ার) নির্দেশ দিলেন। আমি তখন বক্তব্য রাখলাম।
এরপর উমার ইবনে আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) আমার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, "হে ইবরাহীম! আপনি এমন উপদেশ দিয়েছেন যা অন্তরে গভীর প্রভাব ফেলেছে (বা অন্তরকে স্পর্শ করেছে)।"