مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
188 - حَدَّثَنَا عَبْدَانُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ الْأَشْعَرِيِّ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «مَنِ انْتَدَبَ خَارِجًا فِي سَبِيلِ اللَّهِ غَازِيًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ، وَتَصْدِيقَ وَعْدِهِ ، وَإِيمَانًا بِرُسُلِهِ ، فَإِنَّهُ عَلَى اللَّهِ ضَامِنٌ ، إِمَّا أَنْ يَتَوَفَّاهُ فِي الْجَيْشِ بِأَيِّ حَتْفٍ شَاءَ فَيُدْخِلُهُ الْجَنَّةَ ، وَإِمَّا أَنْ يَسِيحَ فِي ضَمَانِ اللَّهِ وَإِنْ طَالَتْ غَيْبَتُهُ فَرَدَّهُ إِلَى أَهْلِهِ سَالِمًا مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ وَإِنْ وَقَصَهُ فَرَسُهُ أَوْ بَعِيرُهُ أَوْ لَدَغَتْهُ هَامَّةٌ أَوْ مَاتَ عَلَى فِرَاشِهِ بِأَيِّ حَتْفٍ شَاءَ»
অনুবাদঃ আবু মালিক আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাঁর প্রতিশ্রুতির সত্যতা মেনে এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান রেখে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত হয়ে বের হয়, সে ব্যক্তি আল্লাহর যিম্মাদারিতে থাকে।
হয় আল্লাহ তাকে সেই বাহিনীতেই তাঁর ইচ্ছানুযায়ী যেকোনো মৃত্যুতে মৃত্যু দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
অথবা সে আল্লাহর হেফাজতে ভ্রমণ করবে, যদিও তার অনুপস্থিতি দীর্ঘ হয়, তবে আল্লাহ তাকে অর্জিত সওয়াব অথবা গনীমতের (যুদ্ধলব্ধ সম্পদ)-এর সাথে তার পরিবার-পরিজনের কাছে নিরাপদে ফিরিয়ে দেবেন।
(আর সে যদি মারা যায়,) যদিও তাকে তার ঘোড়া বা উট আঘাত করে ফেলে দেয়, কিংবা কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করে, অথবা সে তার বিছানায় স্বাভাবিক মৃত্যু বরণ করে—আল্লাহর ইচ্ছায় যেকোনো ধরনের মৃত্যুতেই (সে জান্নাত লাভ করবে)।”