السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3503 - وَأَخْبَرَنَا أَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرِو بْنِ الْفَضْلِ، أنا أَبُو الْعَبَّاسِ الْأَصَمُّ، أنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحَارِثِيُّ، أنا أَبُو أُسَامَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، أنا فُضَيْلُ بْنُ مَيْسَرَةَ أَبُو مُعَاذٍ، عَنْ أَبِي حَرِيزٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: رُفِعَ إِلَى شُرَيْحٍ رَجُلٌ تَزَوَّجَ أَمَةً فَوَلَدَتْ لَهُ أَوْلَادًا، ثُمَّ اشْتَرَاهَا، فَرَفَعَهُمْ شُرَيْحٌ إِلَى عُبَيْدَةَ، فَقَالَ عُبَيْدَةُ -[231]-: «إِنَّمَا تُعْتَقُ أُمُّ الْوَلَدِ إِذَا وَلَدَتْهُمْ أَحْرَارًا، فَإِذَا وَلَدَتْهُمْ مَمْلُوكِينَ فَإِنَّهَا لَا تُعْتَقُ» وَبِهَذَا أَجَابَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَالَ: لِأَنَّ الرِّقَّ جَرَى عَلَى وَلَدِهَا لِغَيْرِهِ
অনুবাদঃ শা’বী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
শুরাইহ (রাহিমাহুল্লাহ)-এর নিকট এমন এক ব্যক্তির মামলা উত্থাপিত হয়েছিল, যে একজন দাসীকে বিবাহ করেছিল এবং সে তার জন্য সন্তান প্রসব করেছিল, অতঃপর সে সেই দাসীকে ক্রয় করে নেয়। শুরাইহ (রাহিমাহুল্লাহ) তখন (মীমাংসার জন্য) মামলাটি উবাইদাহ (রাহিমাহুল্লাহ)-এর নিকট পাঠিয়ে দিলেন। অতঃপর উবাইদাহ (রাহিমাহুল্লাহ) বললেন:
"উম্মুল ওয়ালাদ (যে দাসী মনিবের সন্তান জন্ম দেয়) কেবল তখনই মুক্ত হবে যখন সে তার সন্তানদের স্বাধীন (স্বাধীন ব্যক্তির সন্তান হিসাবে) জন্ম দেবে। কিন্তু যদি সে তাদের দাস (পরাধীন) হিসাবে জন্ম দেয়, তবে সে মুক্ত হবে না।"
আর এই মতানুসারে ইমাম শাফেঈ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন: কারণ, অন্য কারো (দাসত্বের) কারণে তার সন্তানের উপর দাসত্ব বর্তেছে।