الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (40)


40 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، نا أَبُو الْعَبَّاسِ، هُوَ الْأَصَمُّ، نا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، نا يُونُسُ بْنُ بُكَيْرٍ، نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ " فَأَصَابَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ، فَذَكَرَ الْحَدِيثَ فِي مَجِيءِ الرَّجُلِ حَتَّى يُهْرِيقَ فِي أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَمًا وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ مَنْزِلًا فَقَالَ: مَنْ يَكْلَؤُنَا لَيْلَتَنَا فَانْتَدَبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ وَأَنَّ الْمُهَاجِرِيَّ قَالَ لِلْأَنْصَارِيِّ اكْفِنِي أَوَّلَ اللَّيْلِ فَنَامَ الْمُهَاجِرِيُّ وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّي وَأَتَى زَوْجَ الْمَرْأَةِ فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ وَثَبَتَ قَائِمًا يُصَلِّي ثُمَّ رَمَاهُ بِآخَرَ ثُمَّ عَادَ لَهُ الثَّالِثَةَ ثُمَّ رَكَعَ فَسَجَدَ ثُمَّ أَهَبَّ صَاحِبَهُ فَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدِّمَاءِ قَالَ: سُبْحَانَ اللَّهِ، أَفَلَا أَهْبَبْتَنِي أَوَّلَ مَا رَمَاكَ؟ قَالَ: كُنْتُ فِي سُورَةٍ فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا وَايْمُ اللَّهِ لَوْلَا أَنْ أُضَيِّعَ ثَغْرًا أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِهِ لَقَطَعْتُ نَفْسِي قَبْلَ أَنْ أَقْطَعَهَا "




অনুবাদঃ জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ’গাযওয়ায়ে যাতুর রিকা’তে বের হলাম। মুসলিমদের এক ব্যক্তি মুশরিকদের এক ব্যক্তির স্ত্রীকে আঘাত করেছিল (বা ধরেছিল)। অতঃপর (হাদীসে) সেই লোকটির (মুশরিক স্বামী) আসার ঘটনা উল্লেখ করা হয়েছে—যাতে সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের রক্তপাত ঘটাতে পারে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে (বিশ্রামের জন্য) অবতরণ করলেন এবং বললেন: "আজ রাতে আমাদের পাহারা দেবে কে?" তখন আনসার ও মুহাজিরদের মধ্য থেকে একজন করে লোক এগিয়ে এলেন।

মুহাজিরী ব্যক্তিটি আনসারী ব্যক্তিকে বললেন, "তুমি রাতের প্রথম ভাগে আমাকে যথেষ্ট মনে করো (অর্থাৎ তুমি পাহারা দাও)।" এরপর মুহাজিরী ব্যক্তি ঘুমিয়ে পড়লেন এবং আনসারী ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করলেন।

ইতোমধ্যে সেই (আহত) মহিলার স্বামী এসে পড়ল এবং তাঁকে (আনসারীকে) লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করল। তীরটি তাঁর শরীরে আঘাত করল। তিনি তীরটি বের করে ফেললেন এবং স্থিরভাবে দাঁড়িয়ে সালাত আদায় করতে থাকলেন। এরপর সে তাঁকে লক্ষ্য করে আরেকটি তীর নিক্ষেপ করল। তারপর তৃতীয়বার তীর নিক্ষেপ করল। এরপর তিনি রুকু করলেন এবং সিজদা করলেন। অতঃপর তিনি তাঁর সঙ্গীকে (মুহাজিরীকে) জাগিয়ে তুললেন।

মুহাজিরী ব্যক্তি যখন আনসারী ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরতে দেখলেন, তখন বললেন: "সুবহানাল্লাহ! আপনাকে প্রথম যখন তীর মারা হলো, তখন আপনি আমাকে জাগালেন না কেন?"

তিনি (আনসারী) বললেন: "আমি একটি সূরার মধ্যে ছিলাম, তাই তা কেটে ফেলা (সালাত ভঙ্গ করা) পছন্দ করিনি। আল্লাহর কসম! যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে সীমানা (পাহারা দেওয়ার দায়িত্ব) রক্ষা করার আদেশ দিয়েছিলেন, তা নষ্ট হওয়ার ভয় না থাকত, তাহলে আমি সূরাহটি শেষ না করে তার আগেই আমার নিজের জীবন শেষ করে দিতাম।"