الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (153)


153 - وَرُوِّينَا مَعْنَاهُ، عَنِ ابْنِ مَسْعُودٍ، وَجَابِرٍ، وَأَنَسٍ
بَابُ حَيْضِ الْمَرْأَةِ وَاسْتِحَاضَتِهَا وَغُسْلِهَا
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ} [البقرة: 222].




অনুবাদঃ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা), জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে এর সমার্থক বর্ণনা রয়েছে।

নারীদের ঋতুস্রাব (হায়য), রক্তপ্রস্রাব (ইসতিহাযা) এবং তাদের গোসল (পবিত্রতা) সংক্রান্ত অধ্যায়।

আল্লাহ্ তা’আলা বলেছেন: "তারা আপনার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতুস্রাব) সম্পর্কে। আপনি বলে দিন, তা কষ্টদায়ক (বা: অপবিত্র)। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হয়ে যায়, তখন তাদের নিকট সেই পথে যাও, যে পথে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন।" [সূরা আল-বাক্বারা: ২২২]