السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
170 - أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، نا أَبُو سَعِيدٍ الْأَعْرَابِيُّ، نا سَعْدَانُ بْنُ نَصْرٍ، نا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ الْحَيْضِ فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرِي بِهَا» قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟ قَالَ: «تَطَهَّرِي بِهَا» قَالَتْ: " كَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟ قَالَتْ: فَاسْتَتَرَ يَعْنِي هَكَذَا وَقَالَ: «سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا» قَالَتْ عَائِشَةُ فَاجْتَذَبْتُهَا فَقُلْتُ تَتَّبِعِينَ بِهَا أَثَرَ الدَّمِ
بَابُ غُسْلِ الْإِنَاءِ مِنْ وُلُوغِ الْكَلْبِ
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হায়িয (মাসিক) থেকে তার গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাকে কীভাবে গোসল করতে হবে তা বলে দিলেন। তিনি বললেন: "এক টুকরা কস্তুরি (বা সুগন্ধিযুক্ত) কাপড় নাও এবং তা দিয়ে পবিত্রতা অর্জন করো।" সে বলল: "আমি কীভাবে তা দিয়ে পবিত্রতা অর্জন করব?" তিনি বললেন: "তা দিয়েই পবিত্রতা অর্জন করো।" সে আবার বলল: "আমি কীভাবে তা দিয়ে পবিত্রতা অর্জন করব?" (বর্ণনাকারী বলেন) তখন তিনি (নবী সাঃ) আড়াল করলেন—অর্থাৎ এভাবে (হাত দিয়ে ইশারা করে)—এবং বললেন: "সুবহানাল্লাহ! তা দিয়েই পবিত্রতা অর্জন করো।" আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: তখন আমি তাকে টেনে ধরলাম এবং বললাম, "তুমি এর মাধ্যমে রক্তের স্থানটি অনুসরণ (অর্থাৎ মুছে পরিষ্কার) করবে।"