السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
179 - أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ الْحَرْبِيُّ، بِبَغْدَادَ، نا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ الْكُوفِيُّ، نا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، نا زَيْدُ -[79]- بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي مَالِكٌ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيُّ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدٍ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَتْ: كُنْتُ عِنْدَ بَعْضِ وَلَدِ أَبِي قَتَادَةَ فَدَخَلَ أَبُو قَتَادَةَ فَصَبَبْتُ لَهُ وَضُوءًا فَتَوَضَّأَ بِهِ فَجَاءَتِ الْهِرَّةُ تَشْرَبُ فَأَصْغَى لَهَا الْإِنَاءَ فَجَعَلْتُ أَنْظُرُ فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ أَوِ الطَّوَّافَاتِ»
অনুবাদঃ কাবশা বিনতে কা’ব ইবনে মালিক (রাহিমাহাল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ক্বাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কোনো এক সন্তানের কাছে ছিলাম। তখন আবু ক্বাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) (ঘরে) প্রবেশ করলেন। আমি তাঁর জন্য উযূর পানি ঢেলে দিলাম। অতঃপর তিনি তা দিয়ে উযূ করলেন। তখন একটি বিড়াল এসে পানি পান করতে শুরু করলো। তিনি (আবু ক্বাতাদাহ) বিড়ালটির জন্য পাত্রটি কাত করে ধরলেন (যাতে সে সহজে পান করতে পারে)। আমি এই দৃশ্য দেখে তার দিকে তাকাতে লাগলাম। তিনি (আবু ক্বাতাদাহ) বললেন, "হে আমার ভ্রাতুষ্পুত্রী! তুমি কি অবাক হচ্ছ? নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’নিশ্চয়ই এটি (বিড়াল) অপবিত্র নয়। এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করা প্রাণীসমূহের অন্তর্ভুক্ত।’"