السنن الكبرى للبيهقي
Al-Sunan Al-Kubra lil-Bayhaqi
আল-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী
21797 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ، أنبأ عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، أنبأ سَعِيدٌ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: انْطَلَقْتُ أَنَا وَرَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ نَسْأَلُهُ عَنْ أُمِّ الْوَلَدِ: هَلْ تَعْتِقُ؟ فَقَالَ: " تَعْتِقُ مِنْ نَصِيبِ وَلَدِهَا ". قَالَ الشَّيْخُ رحمه الله: يُشْبِهُ أَنْ يَكُونَ عُمَرُ رضي الله عنه بَلَغَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ حَكَمَ بِعِتْقِهِنَّ بِمَوْتِ سَادَاتِهِنَّ نَصًّا، فَاجْتَمَعَ هُوَ وَغَيْرُهُ عَلَى تَحْرِيمِ بَيْعِهِنَّ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ هُوَ وَغَيْرُهُ اسْتَدَلَّ بِبَعْضِ مَا بَلَغَنَا وَرُوِّينَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا يَدُلُّ عَلَى عِتْقِهِنَّ، فَاجْتَمَعَ هُوَ وَغَيْرُهُ عَلَى تَحْرِيمِ بَيْعِهِنَّ، فَالْأَوْلَى بِنَا مُتَابَعَتُهُمْ فِيمَا اجْتَمَعُوا عَلَيْهِ قَبْلَ الِاخْتِلَافِ، مَعَ الِاسْتِدْلَالِ بِالسُّنَّةِ، وَاللهُ أَعْلَمُ.
.
অনুবাদঃ যায়দ ইবনে ওয়াহব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এবং একজন লোক আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে গেলাম তাঁকে উম্মুল ওয়ালাদ (যে দাসী তার মনিবের সন্তানের জন্ম দিয়েছে) সম্পর্কে জিজ্ঞাসা করতে যে, সে কি মুক্তি লাভ করে?
তিনি (ইবনে মাসউদ) বললেন: সে তার সন্তানের অংশ (মীরাস) থেকে মুক্তি লাভ করে।
শায়খ (রাহিমাহুল্লাহ) বলেন: সম্ভবত উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুস্পষ্ট হুকুম পৌঁছেছিল যে, তাদের মনিবের মৃত্যুর পর তারা (উম্মুল ওয়ালাদরা) মুক্ত হয়ে যাবে। ফলে তিনি এবং অন্যান্য সাহাবীগণ তাদের বিক্রি করা হারাম হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। এও হতে পারে যে, তিনি এবং অন্যান্য সাহাবীগণ আমাদের কাছে পৌঁছা ও আমাদের বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রেওয়ায়েত থেকে দলিল গ্রহণ করেছিলেন যা তাদের মুক্তির প্রমাণ দেয়। ফলে তারা তাদের বিক্রি করা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। অতএব, মতপার্থক্য সৃষ্টি হওয়ার পূর্বে তারা যে বিষয়ে একমত হয়েছিলেন, আমাদের জন্য সুন্নাহ থেকে প্রমাণ গ্রহণসহ তা অনুসরণ করাই অধিক উত্তম। আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
تحقيق الشيخ إسلام منصور عبد الحميد:
[21797] صحيح