السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3438 - وَرَوَاهُ أَبُو نُعَيْمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ تَمِيمٍ، وَقِيلَ عَنْهُ سَمِعَ تَمِيمًا الدَّارِيَّ، قَالَ الْبُخَارِيُّ: لَا يَصِحُّ ذَلِكَ لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ» وَبِهَذَا الْحَدِيثِ رَغِبَ أَيْضًا الشَّافِعِيُّ رَحِمَهُ اللَّهُ عَنْهُ. وَرُوِيَ عَنْ عُمَرَ، فِي وَلَاءِ -[212]- اللَّقِيطِ: أَنَّهُ لِمَنِ الْتَقَطَهُ مَعَ جَهَالَةِ رَاوِيِهِ وَهُوَ أَبُو جَمِيلَةَ
অনুবাদঃ আবূ নু’আইম এটি আব্দুল আযীয থেকে, তিনি আব্দুল্লাহ ইবন মাওহাব থেকে, তিনি তামীম থেকে বর্ণনা করেছেন, এবং বলা হয়েছে যে, তিনি তামীম আদ-দারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শুনতে পেয়েছেন।
ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন: এটি সহীহ নয়; কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ولا (মুক্তিজনিত আনুগত্য বা সম্পর্ক) কেবল তারই, যে মুক্ত করেছে।’ এই হাদীসের কারণে ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)-ও এটি (অন্য মত) গ্রহণ করতে নিরুৎসাহিত হয়েছেন।
আর লাক্বীতের (কুড়িয়ে পাওয়া শিশুর) ‘ওয়ালা’ (অভিভাবকত্ব বা সম্পর্ক) সম্পর্কে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করা হয়েছে যে, তা কুড়িয়ে পাওয়া ব্যক্তির জন্য; যদিও এর বর্ণনাকারী (আবূ জামীলাহ) অজ্ঞাত।