الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
41 - أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ عَبْدُ الْبَاقِي بْنُ عَبْدِ الْجَبَّارِ الْهَرَوِيُّ الصُّوفِيُّ قِرَاءَةً عَلَيْهِ وَنَحْنُ نَسْمَعُ ، قِيلَ لَهُ : أَخْبَرَكُمْ أَبُو شُجَاعٍ عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَسْطَامِيُّ قِرَاءَةً عَلَيْهِ وَأَنْتَ تَسْمَعُ ، أَنَا أَبُو الْقَاسِمِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الْخَلِيلِيُّ ، أنا أَبُو الْقَاسِمِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْخُزَاعِيُّ الْبُخَارِيُّ ، أنا أَبُو سَعِيدٍ الْهَيْثَمُ بْنُ كُلَيْبِ بْنِ شُرَيْحِ بْنِ مَعْقِلٍ الشَّاشِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ ، ثنا دَاوُدُ ابْنُ رُشَيْدٍ ، ثنا الْوَلِيدُ ، حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبِ بْنِ وَحْشِيِّ بْنِ حَرْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ : أَنَّ أَبَا بَكْرٍ وَجَّهَ خَالِدَ بْنَ الْوَلِيدِ لِقِتَالِ أَهْلِ الرِّدَّةِ ، فَكُلِّمَ فِي ذَلِكَ ، فَأَبَى أَنْ يَرُدَّهُ ، فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ ، وَذَكَرَ خَالِدَ بْنَ الْوَلِيدِ : ` نِعْمَ عَبْدُ اللَّهِ وَأَخُو الْعَشِيرَةِ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ , سَلَّهُ اللَّهُ عَلَى الْكُفَّارِ وَالْمُنَافِقِينَ ` ، ثُمَّ قَالَ أَبُو بَكْرٍ : يَا وَحْشِيُّ , سِرْ مَعَ خَالِدٍ فَجَاهِدْ فِي سَبِيلِ اللَّهِ كَمَا جَاهَدْتَ لِتَصُدَّ عَنْ سَبِيلِ اللَّهِ ، قَالَ وَحْشِيٌّ : فَسَارَ وَسِرْتُ مَعَهُ ، فَقَاتَلْنَا أَهْلَ الرِّدَّةِ حَتَّى رَجَعُوا إِلَى الإِسْلامِ ، ثُمَّ كَتَبَ إِلَيْهِ أَبُو بَكْرٍ يَأْمُرُهُ بِالْمَسِيرِ إِلَى مُسَيْلِمَةَ الْكَذَّابِ وَكَفَرَةِ بَنِي حَنِيفَةَ ، فَسَارَ إِلَيْهِمْ ، فَاقْتَتَلُوا قِتَالا شَدِيدًا وَهَزَمُوا الْمُسْلِمِينَ ثَلاثَ مَرَّاتٍ ، وَكَرَّ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فِي الرَّابِعَةِ فَتَابَ اللَّهُ عَلَيْهِمْ فَثَبَّتَ اللَّهُ أَقْدَامَهُمْ ، وَحَسُّوا مَوْقِعَ السُّيُوفِ ، فَاخْتَلَفَ بَيْنَهُمْ وَبَيْنَ بَنِي حَنِيفَةَ السُّيُوفُ ، حَتَّى رَأَيْتُ شِبْهَ النَّارِ يَخْرُجُ مِنْ خِلالِهَا ، وَحَتَّى سَمِعْتُ لَهَا أَصْوَاتًا كَالأَجْرَاسِ ، فَأَنْزَلَ اللَّهُ , جَلَّ جَلالُهُ , نَصْرَهُ ، وَهَزَمَ اللَّهُ بَنِي حَنِيفَةَ ، وَقَتَلَ اللَّهُ مُسَيْلِمَةَ . قَالَ وَحْشِيٌّ : فَلَقَدْ ضَرَبْتُ يَوْمَئِذٍ بِسَيْفِي حَتَّى غَرِيَ قَائِمُهُ فِي كَفِّي مِنْ دِمَائِهِمْ ، وَكَتَبُوا بِفَتْحِ اللَّهِ وَنَصْرِهِ إِلَى أَبِي بَكْرٍ ، فَكَتَبَ إِلَى خَالِدٍ يَأْمُرُهُ بِالْمَسِيرِ إِلَى نَاحِيَةِ الْعِرَاقِ ، فَفَعَلَ *
অনুবাদঃ ওয়াহশী ইবনে হারব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নিশ্চয়ই আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মুরতাদদের (স্বধর্মত্যাগীদের) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খালিদ ইবনুল ওয়ালীদকে প্রেরণ করেন। এ ব্যাপারে তাঁর সাথে (অর্থাৎ আবু বকরের সাথে) কথা বলা হলে তিনি তাঁকে (খালিদকে) ফিরিয়ে নিতে অস্বীকার করেন।
তিনি (আবু বকর রাঃ) বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি — এবং তিনি খালিদ ইবনুল ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর আলোচনা করছিলেন: ‘তিনি আল্লাহর কতই না উত্তম বান্দা ও তাঁর গোত্রের ভাই। তিনি আল্লাহর তলোয়ারসমূহের মধ্যে একটি তলোয়ার, যাকে আল্লাহ কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে টেনে বের করেছেন।’
এরপর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: হে ওয়াহশী, তুমি খালিদের সাথে যাও এবং আল্লাহর পথে জিহাদ করো, যেমন তুমি (পূর্বে কুফরীর মাধ্যমে) আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য জিহাদ করেছিলে। ওয়াহশী বলেন: তখন তিনি (খালিদ) রওয়ানা হলেন এবং আমিও তাঁর সাথে রওয়ানা হলাম। অতঃপর আমরা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, যতক্ষণ না তারা ইসলামে ফিরে আসে।
এরপর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে (খালিদকে) চিঠি লিখলেন, যাতে তিনি তাঁকে ভন্ড মুসাইলামা এবং বনু হানিফা গোত্রের কাফিরদের দিকে যাওয়ার নির্দেশ দেন। তিনি তাদের দিকে অগ্রসর হলেন। অতঃপর তাদের মধ্যে তীব্র যুদ্ধ হলো এবং তারা (মুসাইলামার বাহিনী) মুসলিমদেরকে তিনবার পরাজিত করে দিল। চতুর্থবারে মুসলিমরা তাদের উপর পুনরায় আক্রমণ করলো। অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন এবং আল্লাহ তাদের পা সুদৃঢ় করে দিলেন। তারা তলোয়ারের আঘাত অনুভব করতে শুরু করলেন। আর তাদের (মুসলিমদের) এবং বনু হানিফার সৈন্যদের মধ্যে তলোয়ারের এমন সংঘাত শুরু হলো যে, আমি দেখতে পেলাম সেগুলোর মধ্য থেকে আগুনের মতো কিছু বের হচ্ছে, এমনকি আমি সেগুলোর ঘণ্টার শব্দের মতো আওয়াজ শুনতে পেলাম।
অতঃপর আল্লাহ (জাল্লা জালালুহু) তাঁর সাহায্য নাযিল করলেন এবং আল্লাহ বনু হানিফাকে পরাজিত করলেন এবং আল্লাহ মুসাইলামাকে হত্যা করলেন।
ওয়াহশী বলেন: সেদিন আমি আমার তলোয়ার দ্বারা এমন আঘাত করেছিলাম যে তাদের রক্তে তলোয়ারের হাতল আমার হাতে আটকে গিয়েছিল। আর তারা (মুসলিমরা) আল্লাহর বিজয় ও সাহায্যের খবর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে লিখে পাঠালেন। তখন তিনি খালিদকে ইরাকের দিকে যাওয়ার নির্দেশ দিয়ে চিঠি লিখলেন। অতঃপর তিনি তাই করলেন।