الحديث


جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





جامع بيان العلم وفضله (37)


37 - حَدَّثَنَا خَلَفُ بْنُ الْقَاسِمِ، نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ كَامِلٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ رِشْدِينَ قَالَ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ صَالِحٍ، وَسُئِلَ عَمَّا جَاءَ فِي « طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ» فَقَالَ أَحْمَدُ: «مَعْنَاهُ عِنْدِي إِذَا قَامَ بِهِ قَوْمٌ سَقَطَ عَنِ الْبَاقِينَ مِثْلَ الْجِهَادِ»




অনুবাদঃ আহমাদ ইবনে সালিহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁকে সেই (হাদীস) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যা এসেছে: ‘জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর ফরজ।’

তখন আহমাদ (রাহিমাহুল্লাহ) বললেন: আমার মতে এর অর্থ হলো, যখন কিছু লোক এই দায়িত্ব পালন করে, তখন বাকি সকলের উপর থেকে তা রহিত হয়ে যায়, যেমন জিহাদের ক্ষেত্রে হয়ে থাকে।