جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
49 - وَأَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسَدٍ قَالَ: أنا سَعِيدُ بْنُ السَّكَنِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، ثنا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا فَكَانَتْ مِنْهَا بُقْعَةٌ قَبِلَتِ الْمَاءَ فَأَنْبَتَتِ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا بُقْعَةٌ أَمْسَكَتِ الْمَاءَ فَنَفَعَ اللَّهُ بِهِ النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَكَانَتْ مِنْهَا طَائِفَةٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً وَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهِ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَمِلَ بِهِ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ»
অনুবাদঃ আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ও ইলম (জ্ঞান) দিয়ে প্রেরণ করেছেন, তার উদাহরণ হলো সেই মুষলধারে বৃষ্টির মতো, যা কোনো ভূমিতে পতিত হয়। সেই ভূমির কিছু অংশ এমন ছিল, যা পানি গ্রহণ করে নিল। ফলে সেখানে প্রচুর ঘাস ও তৃণলতা জন্মাল। আবার তার কিছু অংশ ছিল এমন, যা পানি ধরে রাখল। অতঃপর আল্লাহ তাআলা সেই পানির মাধ্যমে মানুষকে উপকৃত করলেন, ফলে তারা তা পান করল, (পশুকে) পান করালো এবং চাষাবাদও করল। আর তার কিছু অংশ ছিল, যা না পানি ধরে রাখে আর না ঘাস উৎপন্ন করে। এটি হলো সেই ব্যক্তির উদাহরণ, যে আল্লাহর দীনের গভীর জ্ঞান অর্জন করেছে এবং আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তা দ্বারা সে উপকৃত হয়েছে। অতঃপর সে নিজে জ্ঞান লাভ করেছে, সে অনুযায়ী আমল করেছে এবং অন্যদেরকে তা শিখিয়েছে। আর এ হলো সেই ব্যক্তির উদাহরণ, যে এগুলোর প্রতি মাথাও তোলেনি এবং আল্লাহর যে হেদায়েত দিয়ে আমি প্রেরিত হয়েছি, তা গ্রহণও করেনি।