الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (103)


103 - وَكَانَ ابْنُ عُمَرَ يُخَابِرُ الْأَرْضَ بِالثُّلُثِ وَالرُّبُعِ وَمَا يَرَى بِذَلِكَ بَأْسًا، فَأَخْبَرَهُ رَافِعٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، فَتَرَكَ ذَلِكَ لِخَبَرِ رَافِعٍ،




অনুবাদঃ রাফে' ইবনু খাদীজ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

আবদুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উৎপন্ন ফসলের এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশের বিনিময়ে জমি বর্গা (মুকাবারাহ্) দিতেন এবং তিনি এটিকে আপত্তিকর মনে করতেন না। অতঃপর রাফে' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে জানালেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ধরনের লেনদেন নিষেধ করেছেন। ফলে তিনি (ইবনু উমার) রাফে' (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সেই বর্ণনার ভিত্তিতে তা (বর্গা দেওয়া) পরিত্যাগ করলেন।