معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
20853 - قَالَ الشَّافِعِيُّ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدِ بْنِ وَهْبٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: { وَالَّذِينَ يُؤْتَوْنَ مَا آتَوْا، وَقُلُوبُهُمْ وَجِلَةٌ} [المؤمنون: 60]، أَهُمُ الَّذِينَ يَسْرِقُونَ، وَيَزْنُونَ، وَيَشْرَبُونَ الْخَمْرَ؟ فَقَالَ: «لَا يَا بِنْتَ الصِّدِّيقِ، هُمُ الَّذِينَ يَصُومُونَ، وَيُصَلُّونَ، وَيَتَصَدَّقُونَ»
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আল্লাহ্র এই বাণী সম্পর্কে জিজ্ঞাসা করলাম— "এবং যারা নিজেদের যা দান করার তা দান করে, অথচ তাদের হৃদয় থাকে ভীত" (সূরা মু’মিনুন: ৬০)। (আমি জিজ্ঞাসা করলাম,) ’তারা কি ঐসব লোক যারা চুরি করে, ব্যভিচার করে এবং মদ পান করে?’
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: ’না, হে সিদ্দিকের কন্যা! তারা হলো ঐসব লোক যারা সাওম (রোজা) পালন করে, সালাত (নামাজ) আদায় করে এবং সাদকা (দান) করে (কিন্তু তাদের আশঙ্কা থাকে যে তাদের আমল কবুল হবে কিনা)।’