معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
معرفة السنن والآثار للبيهقي (25)
25 - فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: {فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ} [النساء: 171]،
অনুবাদঃ আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন: {সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনো এবং তোমরা বলো না যে, ‘তিন’। তোমরা ক্ষান্ত হও, তোমাদের জন্য এটাই কল্যাণকর। আল্লাহই তো একমাত্র ইলাহ (উপাস্য)। তিনি পবিত্র, তাঁর সন্তান থাকা থেকে মুক্ত (তাঁর কোনো সন্তান থাকতে পারে না)।} [সূরা নিসা: ১৭১]।