معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
44 - قُلْتُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَحَفِظَهَا وَوَعَاهَا وَأَدَّاهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، ثَلَاثٌ لَا يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ، وَالنَّصِيحَةُ لِلْمُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مَنْ وَرَائِهِمْ " -[110]-
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা সেই বান্দাকে সজীব ও আলোকোজ্জ্বল করুন, যে আমার কথা শুনেছে, অতঃপর তা সংরক্ষণ করেছে, তা আত্মস্থ করেছে এবং তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। অনেক সময় এমনও হয় যে, ফিকহ (ধর্মীয় জ্ঞান) বহনকারী ব্যক্তি ফকীহ (প্রকৃত জ্ঞানে গভীরতা সম্পন্ন) নয়। আবার অনেক সময় ফিকহ বহনকারী ব্যক্তি তার চেয়েও বেশি প্রাজ্ঞ ব্যক্তির কাছে (জ্ঞান) পৌঁছে দেয়।
তিনটি বিষয় এমন, যার উপর কোনো মুসলিমের অন্তর বিদ্বেষমুক্ত থাকে (বা খাঁটি থাকে):
১. আল্লাহর জন্য আমলকে একনিষ্ঠ করা;
২. মুসলিমদের প্রতি কল্যাণ কামনা করা (বা উপদেশ দেওয়া); এবং
৩. তাদের জামা‘আতকে (ঐক্যবদ্ধ দলকে) আঁকড়ে ধরে থাকা।
কারণ, তাদের সম্মিলিত দু‘আ বা আহ্বান তাদের পিছনের লোকদেরকেও পরিবেষ্টন করে রাখে।