الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (75)


75 - قَالَ الشَّيْخُ أَحْمَدُ: هَذِهِ الرِّوَايَةُ مُنْقَطِعَةٌ كَمَا قَالَ الشَّافِعِيُّ فِي كِتَابِ الرِّسَالَةِ، وَكَأَنَّهُ أَرَادَ بِالْمَجْهُولِ حَدِيثَ خَالِدِ بْنِ أَبِي كَرِيمَةَ، وَلَمْ يُعْرَفْ مِنْ حَالِهِ مَا يَثْبُتُ بِهِ خَبَرُهُ -[119]-،




অনুবাদঃ পঁচাত্তর (৭৫) - শাইখ আহমদ (রাহিমাহুল্লাহ) বলেছেন: এই বর্ণনাটি হলো 'মুনকাতি' (বিচ্ছিন্ন সনদযুক্ত), যেমনটি ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) তাঁর কিতাব 'আর-রিসালাহ'-তে উল্লেখ করেছেন। মনে হয় তিনি 'আল-মাজহুল' (অজ্ঞাত বর্ণনাকারী) দ্বারা খালিদ ইবনু আবি কারীমার হাদীসকে উদ্দেশ্য করেছেন। কেননা তাঁর (খালিদ ইবনু আবি কারীমা) অবস্থা এমনভাবে জানা যায়নি যার মাধ্যমে তাঁর বর্ণনাটি প্রমাণযোগ্য বা নির্ভরযোগ্য হতে পারে।