الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (79)


79 - قَالَ الشَّافِعِيُّ: وَأَمَّا قَوْلُهُ: «فَإِنِّي لَا أُحِلُّ لَهُمْ إِلَّا مَا أَحَلَّ اللَّهُ وَلَا أُحَرِّمُ إِلَّا مَا حَرَّمَ اللَّهُ»، فَكَذَلِكَ صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِذَلِكَ أَمَرَ وَافْتَرَضَ عَلَيْهِ أَنْ يَتَّبِعَ مَا أُوحِيَ إِلَيْهِ، وَنَشْهَدُ أَنْ قَدِ اتَّبَعَهُ، فَمَا لَمْ يَكُنْ فِيهِ وَحْيٌ فَقَدْ فَرَضَ اللَّهُ فِي الْوَحْيِ اتِّبَاعَ سُنَّتِهِ فِيهِ، فَمَنْ قَبِلَ عَنْهُ فَإِنَّمَا قَبِلَ بِفَرْضِ اللَّهِ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا، وَبَسَطَ الْكَلَامَ فِي بَيَانِ ذَلِكَ




অনুবাদঃ ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন: আর তাঁর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) এই উক্তি প্রসঙ্গে— "নিশ্চয়ই আমি তাদের জন্য কেবল সেটাই হালাল করি, যা আল্লাহ হালাল করেছেন এবং কেবল সেটাই হারাম করি যা আল্লাহ হারাম করেছেন"— রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই-ই করেছেন। আর তাঁকে সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাঁর ওপর ফরয করা হয়েছিল যে, তাঁর কাছে যা ওহী করা হয়েছে, তিনি যেন তা অনুসরণ করেন।

আমরা সাক্ষ্য দিচ্ছি যে, তিনি তা অনুসরণ করেছেন। সুতরাং, যে বিষয়ে সরাসরি ওহী ছিল না, তাতে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমেই তাঁর সুন্নাতের অনুসরণকে ফরয করেছেন। অতএব, যে কেউ তাঁর কাছ থেকে কিছু গ্রহণ করবে, সে তো কেবল আল্লাহর ফরয বিধানের ভিত্তিতেই গ্রহণ করবে।

আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন: "রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন, তা থেকে বিরত থাকো।"

আর তিনি (ইমাম শাফেঈ) এই বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত আলোচনা করেছেন।