معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
81 - وَرَوَى الشَّافِعِيُّ حَدِيثَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي حُكْمِهِ بِدِيَةِ الْأَصَابِعِ مُخْتَلِفَةً؛ لِاخْتِلَافِهَا فِي الْمَنَافِعِ وَالْجَمَالِ، وَأَنَّ ذَلِكَ تُرِكَ حِينَ وُجِدَ فِي كِتَابِ -[121]- آلِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَفِي كُلِّ إِصْبَعٍ مِمَّا هُنَالِكَ عَشْرٌ مِنَ الْإِبِلِ»
অনুবাদঃ আমর ইবনু হাযম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) উমর ইবনু খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সেই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে তিনি আঙ্গুলসমূহের উপকারিতা ও সৌন্দর্যের ভিন্নতার কারণে সেগুলোর দিয়াতের (রক্তমূল্যের) ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হুকুম দিয়েছিলেন। কিন্তু সেই বিধানটি তখন বর্জন করা হয়, যখন আমর ইবনু হাযম-এর পরিবারের কিতাবে এই মর্মে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) বাণী পাওয়া যায় যে, তিনি বলেছেন: "আর সেখানে অবস্থিত প্রতিটি আঙ্গুলের জন্য দিয়াত (রক্তমূল্য) হলো দশটি করে উট।"